খালেদ হাসান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযানে ১৩ জুন সোমবার রাত ১:৩০ মিনিটের দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন ভালসুন নতুন বাজার এলাকা থেকে এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার থেকে ০২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা যুবক হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার উত্তর দেবখন্ড এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ আরিফ ওরফে লিটন (৩০)।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে বগুড়া কাহালু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে ইতিপূর্বে আরে ০২টি মামলা রয়েছে।