রফিকুল হায়দার
বরষার বুকে বরষা এখনো মর ঘুমে অচেতন,
রৌদ্রতপ্ত দেহেতে শামুক কামড়ে ধরেছে মন;
তুমি গেছো সেই কবে পরবাসে ক্লান্ত দেহটা হাসে,
ঘুম নাই চোখে মরদেহখানি চোখের জলেতে ভাসে;
সুখী নয় মন! কাঁদো কোন চোখে নিধুয়া পাথারে বসে,
ঘুমাও মাটিতে আসবে সে দেখো বুক ভরে যাবে রসে;
সভা মূলতবী হলে, নামিবে ধরায় প্রমানিতে রুপ তার,
যত আলো ছিল নিভে যাবে বধু নামিবে অন্ধকার;
যারে চেয়েছিলে সকালে-বিকেলে ভুলে যাবে তার নাম,
কাদা-পানিতে বুক ভরে যাবে যৌবনা হবে ধরাধাম;
আর কারো দিকে হবেনা তাকাতে ব্যাঙ গেয়ে যাবে গান,
পোনা মাছ গুলো ঝাঁকে ঝঁকে দেখো ধেয়ে চলে উজান;
একোন বরষা তুমি, শুকনো মাটিরে ভিজালে রসেতে,
জন্মালো প্রেম বিরহীর বুকে দিনের আলোতে;
কাঁশবনে লাগে সুখের নাচন তোমাকে বক্ষে ধরি,
তুমি বরষা, সুখ-দুখ তুমি, তুমি যে আশার তরী।।