মো নাজমুল হুদা মানিক ॥
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে নিয়ে বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজনৈতিক প্রশিক্ষণ কমশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি এ কে এম শামসুল হক দুদু মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউসুফ আলী এর পরিচালনায় রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গবেষক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কমশালা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি মো: আব্দুর রহিম মিন্টু। কর্শশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও ডেপুটি এটর্নী জেনারেল বাংলাদেশ এডভোকেট মোহাম্মদ আশরাফুল হক জজ, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল, বিনার উধতন বৈঞ্জানিক কর্মকতা ড. শামীমা বেগম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, জেলা কৃষকলীগের সহসভাপতি মাহবুব হোসেন খান নয়ন, কামরুল ইসলাম, এ কে এম আরিফ উল্লাহ খান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফ উদ্দিন, সদস্য আরিফা সুলতানা দিপাবলীর দীপা, মহানগরীর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, যুব লীগের নেতা ও অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন শাহীন,দাপুনিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: কামরুজ্জামান দিদার, কৃষকলীগের নেতা আব্দুস সোবহান সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ। কর্মশালা শেষে বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) এর পক্ষ থেকে কৃষকের মাঝে সরিষা বীজ ৯ ও বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সার্টিফিকেট বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *