এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার ১৪ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটাদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। বিশেষ করে বৃদ্ধ ভোটাদের উপস্থিতি। তবে একাধিক ইউনিয়নে বিক্ষিপ্ত মারপিটের ঘটনা সহ দুটি ইউনিয়নে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে ১৪ জনের ১২ জন নৌকা ও বিদ্রোহী প্রার্থী ২ জন বিজয়ী হয়েছে।
নির্বাচনে ১ নং তেলিগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মোরশেদা আকতার , ২নং পঞ্চকরন ইউনিয়নে নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে নৌকা প্রতিকের আব্দুর রাজ্জাক শেখ, ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে নৌকা প্রতিকের সামসুর রহমান মল্লিক, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান আব্দুল আলিম হাওলাদার, ৬ নং চিংড়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনিয়নে নৌকার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতিকের ফরিদুল ইসলাম, ৮ নং বনগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী রিপন চন্দ্র দাস, ৯ নং বলইবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান, ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, ১১ নং বহরবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, ১২ নং জিউধরা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ১৪ নং বারইখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মো. আউয়াল খান মহারাজ, ১৫নং মোড়েলগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. হুমায়ন কবির মোল্লা বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সীমানা নির্ধারনী মামলায় ১৩ নং নিশানবাড়িয়া ও ১৬ নং খাউলিয়া ইউনিয়নে চেয়ানম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারনে বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *