এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের সন্তান ও ঐ বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মানিক।
৩১ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি জানা যায়।
নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনা’র উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।