Simanto Clinic_2
ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে ক্লিনিকে একই সঙ্গে তিনটি পুত্র সন্তান প্রসব করেছে এক গৃহবধু। উপজেলা পরিষদ কর্তৃক সন্তান ও প্রসুতি মাতার সুচিকিৎসার জন্য ৪ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেছে।
জানাগেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার টেপারকুটি গ্রামের জনৈক দিনমজুর শুক্কুর আলীর স্ত্রী নাসিমা খাতুন(২৬) গত ২৭ জুন বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করার পরেও প্রসব বেদনা না কমায় ঐ দিনই ভুরুঙ্গামারীর সীমান্ত ক্লিনিকে পরীক্ষার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান পেটে আরও দুটি পুত্র সন্তান রয়েছে। পরে ডাঃ উপেন্দ্র নাথ শীল ও ডাঃ হাফিজুর রহমানের তত্বাবধানে সিজারের মাধ্যমে বাকী দুটি পুত্র সন্তান প্রসব করানো হয় ্। এদিকে দিনমজুর শুক্কুর আলীর স্ত্রীকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করলে গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম ক্লিনিকে প্রসুতি ও সন্তানদের দেখে উপজেলা পরিষদের তহবীল থেকে নাসিমা খাতুনের চিকিৎসার জন্য ৪ হাজার টাকা প্রদান করেছেন। বতমানে সন্তান ও প্রসুতি মাতা সুস্থ রয়েছে। উল্লেখ্য নাসিমা খাতুনের আরও তিনটি কন্যা সন্তান রয়েছে। উৎসুক জনতা ক্লিনিকটিতে ভীড় জমাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *