আসাদুজ্জামান খোকন, সিটি এডিটর
ভুরুঙ্গামারীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেশিনের সাহায্যে বোরো ধানের চারা রোপন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করণ প্রকল্পে – ২য় পর্যায়ে সদর ইউনিয়নের নলেয়ার কৃষক ওবায়দুর রহমানের ও জয়মনির হাট ইউনিয়নের আইকুমারীভাতীর কৃষক খন্দকার শাহজাহান আলীর প্রত্যেকের পনের শতাংশ জমিতে উপজেলা কৃষি অফিস থেকে সরবরাহকৃত ১৫ দিন বয়সী চারা রোপন করা হয়। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার আকতারুজ্জামান, খামার যান্ত্রিকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করণের সুফল ও দিক নির্দেশনা মুলক আলোকপাত করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন , উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক,শফিকুল ইসলাম, আব্দুল আলীম,কৃষক আনোয়ার হোসেন,ফজল গারিয়াল,রমিচ উদ্দিন প্রমুখ ।