ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ২৯.১১.১৭
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে বাগভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় খেলার উদ্বোধন করেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ এবং কোচবিহার বিএসএফের ডি আইজি সিএল বিলওয়া। এসময় কুড়িগ্রাম ও লালমনিরহাট বিজিবির অধিনায়ক যথাক্রমে লেঃ কর্ণেল আউয়াল উদ্দিন আহম্মেদ ও লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি এবং ১০০ বিএসএফের কমান্ডেন্ট বিক্রম কুনওয়ার ও ৪২ বিএসএফের কমান্ডেন্ট সরস কুমার সিং উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিজিবি -বিএসএফের মধ্যে সম্প্রীতি বৃদ্বির লক্ষে এ খেলার আয়োজন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। খেলায় বিজিবি ২-০ গেমে জয়লাভ করে। পরে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও ইউএনও মাগফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *