ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের .আব্দুল মজীদ (কাজী)র বাড়ীর উঠানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জেলা তথ্য অফিসার শাহজাহান আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক শিশু ও নারী উন্নয়নে ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ এবং যৌতুক আদান-প্রদান, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া,মোঃ রবিউল ইসলাম উপজেলা সমন্বয়কারী (আরডি আরএস,বাংলাদেশ),আব্দুল্লাহ আল কাফি, সোলায়মান আলী সরকার(সমাজ সেবক) প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ লোকসঙ্গীত পরিবেশন করা হয়।