ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারীভাবে আমন ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জয়মনিরহাট খাদ্য গুদামে সরাসরি কৃষকদের মাঝ থেকে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। এসময় আওয়ামীলীগের উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, ওসিএলএসডি প্রণব কুমার গোস্বামী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি আমন মৌসুমে এউপজেলায় সরকারী ভাবে প্রায় ১হাজার ৭৩৫ মেঃটন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৩২ হাজার কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ১হাজার ৭৩৫ কৃষককে মনোনীত করা হয়েছে। এদের কাছ থেকে উল্লেখিত ধান ক্রয় করা হবে।