মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার অন্তর্গত ৬ নং শিরন্টী ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠন কে শক্তিশালী করতে আসন্ন সম্মেলনে সাপাহার চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক শামীম পারভেজকে বাংলাদেশ আ’লীগের সভাপতি হিসেবে পেতে চান এলাকাবাসী।
আসন্ন সম্মেলনকে সামনে রেখে নড়েচড়ে উঠেছে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকরা। দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী চলছে তৃণমল নের্তৃত্ব নির্বাচন। দলীয় ভিত গতিশীল ও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন দলীয় পদ প্রত্যাশি নেতা কর্মীরা। গ্রামে গ্রামে চলছে বিভিন্ন পদ প্রার্থী সমর্থকদের পক্ষে-বিপক্ষে নানান গুনজন। এর মধ্যে অন্যতম শিরন্টী ইউনিয়নের মরাডাঙ্গা গ্রামের আওয়ামী পরিবারের সন্তান শামীম পারভেজ।
সরেজমিনে জানা যায়, সম্মেলনে জয়ী হতে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক ব্যক্তি নিজ নিজ আগ্রহ প্রকাশ করে ছুটছেন নেতা কর্মীদের সমর্থন আদায়ের লক্ষ্যে। এর মধ্যে ব্যতিক্রমরূপে উঠে আসে ন্যায়নীতিবান কঠোর পরিশ্রমি আপোষহীন সফল সিনিয়র সহ সহ-সভাপতি এবং দলের নিবেদিত প্রান হিসাবে পরিচিত প্রভাষক শামীম পারভেজের নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম পারভেজ ১৯৯৯ সালে নওগাঁ সরকারী কলেজ শাখা ছাত্র লীগের একজন বলিষ্ট কর্মী হিসেবে সকল মিছিল-মিটিং সহ দলীয় সকল কার্যক্রমে যথাযথ ভ‚মিকা পালন করেন। এরপর ২০০৮ সালের নির্বাচন সহ দলীয় সকল কার্যক্রমে অতন্দ্র প্রহরীর মতো পরিশ্রম করেন এবং শিরন্টী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দেড় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
একান্ত সাক্ষাতকারে শামীম পারভেজ এ প্রতিনিধিকে জানান, ‘সিনিয়র সহ-সভাপতি শিরন্টী ইউনিয়ন আওয়ামীলীগ দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাপাহার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কহিসেবে দায়িত্ব পালন করছি।১৯৯৯ সালের নওগাঁ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের একজন বলিষ্ঠ কর্মী, সকল মিছিল মিছিলে অংশগ্রহণ করি।২০০৮ সালের নির্বাচনসহ সকল নির্বাচনে অতন্দ্র প্রহরীর মত পরিশ্রম করি।
আমি বংশীয় ভাবে আ’লীগের সাথে যুক্ত। আমাকে শিরন্টী ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্বাচিত করা হলে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেকে নিয়োজিত করবো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *