ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের পুলিশের বিশেষ অভিযান চালায়।এই অভিযানে ভূরুঙ্গামারী থানার তদন্ত অফিসার সুমন আজাহারের নেতৃত্বে, এস আই মোর্শেদুল ইসলামের একটি টিম ২৯ নভেম্বর রাত ১১ টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের মধ্যপাড়া বড় খাটামারি গ্রামের সাবেক মেম্বার আজিজের বাড়ির পাশে অভিযান চালায়।আজিজরে ছেলে আলামিনের নামে পূর্বেও মাদকের মামলা রয়েছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আলামিন পালিয়ে যায়।পরে পুলিশ অভিযান চালালে আলামিনের বাড়ির কোনায় থেকে নেশা জাতীয় Dskuf ৬৩ বোতল সিরাপ উদ্ধার করে পুলিশ।
থানার এস আই মোর্শেদ বলেন পলাতক আসামী আলামিন একজন মাদক ব্যবসায়ী এর আগেও তার নামে মাদকের মামলা রয়েছে।
এই বিষয়ে ভূরুঙ্গামারী থানার তদন্ত অফিসার সুমন আজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন dskuf নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে আলামিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু।আসামী পলাতক রয়েছে তাকে ধরার প্রক্রিয়া চলছে।