ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে নারী শিশুসহ ১০জন বাংলাদেশীকে আটক করেছে ভারতের (বিএসএফ)।
জানা যায়, সোমবার (২আগস্ট) ভোর রাতে ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে আসার সময়  দূর্গানগর ক্যাম্পের বিএসএফ’এর টহলরত টিমের হাতে আটক হন।
পরে বিকেল তিনটার সময় ভোটেরহাট নামক স্থানে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের লালমনিরহাট ১৫ অধীন বাগভান্ডার বিজিবির নিকট হস্তান্তর করে। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১৯২ বি এস এফ দূর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র ও ১৫ বিজিবি এর বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আশরাফ আলী।
আটক বাংলাদেশীরা হলেন, ফুলবাড়ী উপজেলার খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে আঃ মান্নান(৬০), তার স্ত্রী খোদেজা খাতুন (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেলেখা খাতুন (২৫), মুক্তির কুটি গ্রামের বাচ্চা মিয়ার ছেলে শহিদুল ইসলাম(২৭), একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন(৫),বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম(৪০), আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন(৩৫), আমিনুল ইসলামের দুই ছেলে আরিফ(১৫),আরমান আলী(৫)ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম (১৭)।
বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ কালে বিএসএফ তাদের আটক করে। বিনা পাসর্পোটে দেশে আসার অপরাধে বিজিবি মামলা করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। 
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *