ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলাহাট উপজেলায় জমে উঠেছে প্রচার-প্রচারনা। ভোটের মাত্র ৪দিন বাঁকী থাকায় ব্যবস্থ প্রর্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষায় বিরামহীন ভাবে ছুটছেন প্রার্থীরা। উন্নয়নের ফুলঝুরি বক্তব্য থেমে নাই কারোই। সাধ্যের চেয়ে অতিরিক্ত প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তৃনমূলের বাছাইকৃত আ’লীগ থেকে উপজেলা আ’লীগ শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বুল হোসেন(নৌকা প্রতীকে) উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোটের মাঠ চুসে বেড়াচ্ছেন সমান তালে। এলাকার সার্বিক ব্যাপক উন্নয়ন করবেন তিনি এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। দলের নেতাকর্মীরা নেমেছেন প্রচারনায়। এদিকে বিএনপি উপজেলা শাখার সহ সভাপতি(পদত্যাগকারী) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম(চিংড়ি মাছ প্রতীকে) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’ সহসভাপতি ( বহিস্কৃত)সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস দৌড়াচ্ছেন ভোট প্রার্থনায়। তবে বাবর আলী বিশ্বাস অভিযোগ করেছেন, দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে এবং আনোয়ারুল ইসলাম পদত্যাগ করলেও পর্দার আড়াল থেকে তার পক্ষে বিএনপি নেতাকর্মীদের ভোটের মাঠে কাজ করার জন্য জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন অনুরোধ করেছেন। তবে এ ব্যাপারে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তুহিন বিষয়টি গুজব ও অপপ্রচার বলে জানান। ভোটের মাঠে বিএনপি’র অনেক নেতাকর্মী বিভক্ত হয়ে বহিস্কৃত ও পদত্যাগকারী উভয় প্রার্থীর পক্ষ নিয়ে ভোটের মাঠে ভোট প্রার্থনা করছেন বলে অনেক ভোটার জানিয়েছেন। ভাইস চেয়ারম্যানে বিএনপি’র ভোলাহাট উপজেলা শাখার অর্থ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন(পদত্যাগকারী), তারেক জিয়া পরিষদ উপজেলা শাখার আহবায়ক স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএম রুবেল আহমেদ(পদত্যাগকারী), ভোলাহাট অটো সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মিলন আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি গরিবুল্লাহ দবির মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের অবস্থা পাকাপোক্ত করতে পোষ্টার ও ব্যানার এবং নিজেদের যোগ্য প্রার্থী দাবী করে ভোট চাইছেন ভোটারদের কাছে। এদিকে আ’লীগ ভোলাহাট ইউপি সভাপতি আনোয়ার হোসেন রজবের তেমন প্রচারনা চোখে পড়ছে না বলে ভোটারেরা জানিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রেশমাতুল আরশ রেখা(বস্কিৃত), বিএনপি নেত্রী শাহানাজ খাতুন(বহিস্কৃত) ও উপজেলা মহিলা আ’লীগ সভাপতি শাহাজাদি বিশ্বাসও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভোলাহাট উপজেলায় মোট ৭৪ হাজার ১৯৮জন ভোটার। এর মধ্যে ৩৬ হাজার ১৪৪জন পুরুষ ও ৩৮ হাজার ৫৪জন মহিলা ভোটার রয়েছে। আগামী ২৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *