আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালের অভিযানে আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও কয়েকজন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) নেতাকে।

বিবিসি জানায়, বর্তমানে দেশটির রাজধানী নাইপিদো ও ইয়াঙ্গুন শহরের রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল চলছে। রাজধানীর সাথে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সামরিক অভ্যুত্থানের ভয়ে গত কয়েকদিন ধরে দেশটিতে অস্থিরতা বিরাজ করছিলো। এরই মধ্যে ঘটলো এমন ঘটনা। গত নভেম্বরের নির্বাচনের পর থেকেই মূলত অস্থিতিশীল ছিলো মিয়ানমারের পরিস্থিতি। ভোটে সুচির দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *