মোঃ আশতাব হোসেন

গুড়গুড় শব্দ গুড়িগুড়ি বৃষ্টি দৃষ্টি অবরুদ্ধ
সূর্য পূর্বাকাশে উঁচু করতে শির খুব অস্থির,
হিমসিম খায় পর্দা ভেদ করতে মেঘের বাড়াবাড়ি।
সারাদুনিয়া চলছে হামাগুড়ি দিয়ে অক্ষমতার ইঙ্গিত
প্রতিহিংসা বারুদে হচ্ছে ভীষণ শ্বাসকষ্ট।

করোনা খেয়েছে করুণা হৃদপিণ্ড চিবিয়ে
আধিপত্যের হিংস্র নেশা হয়েছে আরো অন্ধ হিংস্র!
সাধারণে এই দুনিয়ার, মাসুল দিয়ে দেউলিয়ে
পেটের নাড়িভুড়ি হচ্ছে তামাটে লম্বা সরু শক্ত,
জানে না আকাশ জয়ের মত্ত ইগল বংশের মহাজন সব!

বারুদে পোড়া রক্ত মাংসের গন্ধে বাতাসের শ্বাসরুদ্ধ
আকাশ উঠে গেছে উপরে প্রাণ পোড়া ধোয়ার ধাক্কায়,
দুনিয়ার অসহ্য আহাজারি ধোঁয়ায় উড়ে উল্কার চলা থামায়।
ইহা কিসের আলামত! হে আল্লাহ তুমিই জানো সবই,
দয়া করো পৃথিবীর প্রতি, আমাদের প্রতি!
তোমার দয়া একমাত্র মহাশক্তি যা করতে পারে পারাভূত
দুনিয়ার সকল অশুভ শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *