শেখ সাইফুল ইসলাম কবির :
করোনা মহামারী ও কঠোর লকডাউনে কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় সোমবার সুলভ মূল্যে খাদ্য বিতরণ বা বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে “আগে আসলে আগে পাবেন” এ ভিত্তিতে ওএমএস কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর মেয়র এস এম মনিরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আলিফ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সোহেল আকতার সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন ।

পৌরসভার ৯টি ওয়াডের্র ৪ জন ডিলার জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা বিক্রি করবেন। ১২দিন ধরে চলমান থাকবে এ কার্যক্রম। প্রতি ডিলারকে প্রতিদিন দেড় টন চাল ও এক টন আটা বরাদ্ধ দেওয়া হয়েছে। পৌরসভার ৪টি স্পটে এ খাদ্য বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *