mail.google

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বিকাশ এজেন্ট, বিকাশ প্লাস, বিকাশ ডিস্ট্রিবিউটর, গ্রামীনফোন সেন্টার, ফাইভ ষ্টার ও সাউথ সিলেট কোং’র সকল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রতারণা, আতœসাৎ, হয়রানী, সন্ত্রাসী কর্মকান্ড, ঔদ্ধত্যপূর্ণ ও উশৃংখল আচরণ, লাঞ্চনা, অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক সরকারী কর্মকর্তা। মামলার এজাহার সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলা সদরের সাধুহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুর রহমানের পুত্র মোঃ ফয়জুর রহমান (রাহি) গত ১১ ফেব্রুয়ারী বিকালে শহরের সেন্ট্রাল রোড চৌমোহনাস্থ মোঃ সামু’র মালিকানাধীন ফ্রেস ফুড নামীয় বিকাশ এজেন্ট ০১৭৮০-২০২৭১২ এর মাধ্যমে ২ হাজার ৫শ টাকা সিলেটের ০১৭৯৫-২৬১৮৯৬ নম্বরযুক্ত বিকাশ একাউন্টে প্রেরণ করে। কিন্তু, টাকাগুলি নির্দিষ্ট বিকাশ একাউন্টে প্রেরণ না করে আতœসাৎ, বিষয়টি সুরাহার আশ্বাসে প্রায় একমাস কালক্ষেপন, বিষয়টির ব্যাপারে লিখিত অভিযোগ করতে গিয়ে তার হিতাকাংখি শহরের গ্রীণহেল্থ প্রাঃ হাসপাতালের পরিচালক ও দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সাধারণ সম্পাদক জিতু তালুকদার, সাংবাদিক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদসহ ভূক্তভোগী সাধুহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুর রহমান বিকাশ প্লাস, বিকাশ ডিস্ট্রিবিউটর, গ্রামীনফোন সেন্টার, ফাইভ ষ্টার ও সাউথ সিলেট কোং এর সকল কর্মকর্তা-কর্মচারীর হয়রানী, সন্ত্রাসী কর্মকান্ড, ঔদ্ধত্যপূর্ণ ও উশৃংখল আচরণ, লাঞ্চনা ও অবরুদ্ধ হবার শিকার হন। এরপরও এসব বিষয় সুরাহার আশায় দীর্ঘ দুইমাস অপেক্ষার পর শেষপর্যন্ত নিরুপায় হয়ে, ফ্রেস ফুড নামীয় বিকাশ এজেন্টের মালিক মোঃ সামু, বিকাশ প্লাস, বিকাশ ডিস্ট্রিবিউটর, গ্রামীনফোন সেন্টার, ফাইভ ষ্টার ও সাউথ সিলেট কোং এর মালিক হাসিব হোসেন খান বাবু, তার সহযোগী মুহিবুর রহমান, তার কর্মচারী সাহাবুদ্দিন ও মুহিত ছাড়াও অজ্ঞাতনামা আরও অনুমানিক ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামী করে গত ০৩/০৫/২০১৬ইং মৌলভীবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমল আদালতে মামলা (নং ঃ পিটিশন- ২১৬/২০১৬) দায়ের করেন। এর পেক্ষিতে বিজ্ঞ আদালত মৌলভীবাজার মডেল থানার ওসিকে ঘটনাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *