আনিছুর রহমান আনাছ রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিশ্বর তালুকে অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান ২০১২সালে প্রতিষ্ঠিত হয়।যা সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত।রেজি নং ৬৮৮।এবং একই সাথে এনজিও বিষয়ক ব্যুরো হিসেবেও রেজিষ্ট্রেশন প্রাপ্ত হন।যার রেজি নং ২৭৪৭।প্রতিষ্ঠান টি সম্প্রতি সময়ে তাদের নিজস্ব ওয়েব সাইট”আসুসবিডি ডট অর্গানাইজেশন”থেকে ৪মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ করেন।জোনাল ম্যানেজার থেকে শুরু করে নৈশপ্রহরী পর্যন্ত মোট ১৪টি পদের জন্য ২১ হাজার ৭শত ৮৮জন কে আবেদন করার কথা বলা হয়।প্রথম পদ টি ছাড়া বাকি পদ গুলোতে ৩০০/২০০ টাকার ড্রাফট অফেরতযোগ্য অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এ এস ইউ এস) হিসাব শিরোনামে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিঃ চলতি হিসাব নং ২০৫০৪১০০১০০০৭০৯০৮ নম্বরে পাঠাতে বলা হয়।সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান টি টিন শেড দিয়ে নির্মিত ও পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।ভিতরের পরিবেশ একদম বিশ্রী।এইরকম একটি প্রতিষ্ঠানে এতো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির কথা শুনে এলাকাবাসীর মাঝে তোলপাড় শুরু হয়।বিজ্ঞপ্তিতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৪ মে প্রকাশিত হবার কথা উল্লেখ করা হলেও বাস্তবে দৈনিক ইত্তেফাকে এধরনের কোন নিয়োগ বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়নি।

এবিষয়ে অগ্রযাত্রার চেয়ারম্যান বলেন,আমি এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে কিছুই জানিনা।আমার সাথে প্রতারণা করা হয়েছে।বিউটি আক্তার নামের একজন এনজিও কর্মী যিনি ঢাকায় থাকেন এনজিও সম্পর্কিত বিষয়াদী নিয়ে কাজ করেন।সে একদিন আমাকে আমার এনজিওর মাধ্যমে দুস্থ পথ শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করার জন্য চীনের সাহায্য এনে দেওয়ার কথা বলেন।সামাজিক দায়বদ্ধতা থেকে আমি রাজি হই,পরে সে আমাকে জানান চীনের সাথে যোগাযোগ করতে হলে প্রতিষ্ঠানের একটি নিজস্ব ওয়েব সাইট লাগবে।তাই প্রয়োজনীয় কাগজ পত্রাদি তাকে সরবরাহ করি।পরে হঠাৎ সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি যে আমার প্রতিষ্ঠানের নামে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।যা শুনে আমিও অবাক হয়েছি।তবে আমি এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।এবিষয়ে বিউটি আক্তার কে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে তার অসুস্থতার কথা বলে ফোন রেখে দেন।ওই এলাকার ইউপি সদস্য শহিদুল হক জানান,প্রতিষ্ঠান টি তো অনেক বছর থেকে দেখে আসছি তবে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কিছু জানি না।

এবিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন অগ্রযাত্রা সংস্থার সাথে কোন রকম যোগাযোগ নাই আমার অফিসের আর তাছাড়া সংস্থার কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জিজ্ঞেস করলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *