কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট পাড়ামৌলায় জায়গা জমি নিয়ে পারিবারিক কলহ বিবাদের জের ধরে লাঠি, রড, ছোরা দিয়ে এলোপাতারীভাবে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে।

এজাহারমুলে জানাগেছে, মোঃ উমর ফারুক, পিতা- মোঃ ওসমান আলী, মাতা- মোছাঃ আঞ্জুয়ারা বেগম, পাড়ামৌলা (ডাংরারহাট) বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা। বিবাদী ১। মোঃ আরিফুল ইসলাম (১৯) পিতা মোঃ ইমান আলী, ২। মোঃ ইমান আলী (৫২), পিতা-মৃত সমেস উদ্দিন, ৩। নুর মোহাম্মদ (৩২) পিতা মোঃ হাছেন আলীগং, সর্ব সাং পাড়ামৌলা (ডাংরারহাট )ইউঃ বিদ্যানন্দ, থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম।

বিবাদীদের সহিত পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয় ও জায়গা জমি নিয়ে কলহ বিবাদ মনোমালিন্য চলিয়া আসিতেছে।

গত ২১-০৭-২০২২ তারিখ সকাল অনুমানিক ৬:৩০ ঘটিকার সময় ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীগন লাঠি, রড, ছোরা, দা প্রভৃতি নিয়ে বে-আইনি জনতায় মিলিত হয়ে বসত বাড়ী ভাংচুর, অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে করেত উমর ফারুকের মা আঞ্জুয়ারা বেগমকে লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মেরে ছিলা ফোলা জখম করে এবং ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর কাটা রক্তাত্ব জখম হয়।

বিবাদী ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে উমর ফারুকের পিতার মাথা বরাবর কোপ দিলে তিনি ডান হাত দিয়ে ঠেকাইলে ডান হাতের তালুতে লেগে গুরুত্বর কাটা রক্তাত্ব জখম হয়।

বিবাদীদ্বয় তাহার ছোট বোন আয়শা সিদ্দিকা খাতুন (১৫) আগাইয়া আসিলে বিবাদীগন লাঠি দিয়ে তাকেও মারপিট করিয়া রক্তাক্ত জখম করেন। বিবাদীদ্বয় ঘরে প্রবেশ করিয়া কাঠের বাক্সের তালা ভাংগিয়া ২,০০,০০০/- টাকা এবং ২ ভরি ওজনের স্বর্ণের অলংঙ্কার মূল্যে ১,৫০,০০০/- টাকা বাহির করিয়া লয় এবং মৃত্যুর হুমকি প্রদর্শন করেন।

ঘটনায় উপস্থিত স্বাক্ষীদের সহায়তায় অসুস্থ্য উমর ফারুকের মা বাবাকে অটো যোগে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জখমীদের চিকিৎসার কাজে ব্যস্ত থাকিয়া অভিযোগ করিতে বিলম্ব, এ বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (এএসআই)কে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা সত্য, তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *