ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ৩রা নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ঃ৩০ঘটিকায় জেল হত্যা দিবস পালন করেন রাজারহাট উপজেলা কৃষকলীগ। রাজারহাট কৃষকলীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

জেল হত্যা দিবসের আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মহান মুক্তিযুদ্ধের মহানায়কদ্বয়ের জেলখানার ভিতরে নিরাপদ স্থানে নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। পচাত্তুরের কুশীলবদের বিচারের দাবী জানান। বক্তারা মুজিবনগর সরকারের জাতীয় চার নেতা শহীদ নজরুল ইসলাম(অস্থায়ী প্রেসিডেন্ট),শহীদ তাজুদ্দিন আহমেদ(প্রধানমন্ত্রী),শহীদ কামরুজ্জামান(স্বরাষ্টমন্ত্রী) এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী(অর্থমন্ত্রী)সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরে পুনরায় আওয়ামীলীগ কে সরকার গঠনে জনগন ঐক্যবদ্ধ করার আহবান জানান।

সেই সাথে বিএনপির অগ্নি সন্ত্রাস,জ্বালাও পোড়াও এবং গনতন্ত্র বাধাগ্রস্থ করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করার জন্য আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,
কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে তৎপর থাকার নির্দেশ দেন। আলোচনা সভার আগে রাজারহাট উপজেলা কৃষকলীগের ব্যানারে ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে শোক র‍্যালী বের করা হয়। শোক র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মীর ইসমাইল হোসেন সরকারী কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

রাজারহাট উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, কুড়িগ্রাম জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা বলুন মন্ডল, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বিপ্লব আলী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার আহসান রতন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সামিউল ইসলাম, উপজেলার সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আলিম ব্যাপারী,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কুড়িগ্রাম জেলার যুবনেতা আনোয়ার হোসেন,যুবনেতা রিপন আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *