এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে হোটেল মালিক, সুশীলসমাজ ও সাংবাদিকদের নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সভাকক্ষে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সী (জাইকা)র সহায়তায় উপজেলা বাজার দর পর্যবেক্ষণ, মনিটরিং এবং নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি বাস্তবায়নকারী দপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর। ভোক্তা অধিকার সংরক্ষণ ব্যবসায়ী ও ভোক্তা করণীয়, নিরাপদ খাদ্য আইন পর্যালোচনা, বিক্রেতা ও ভোক্তা সম্পর্কে আলোচনা করেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলীসহ লালমনিরহাটের কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *