স্টাফ রিপোর্টার
গত ১৯ জুলাই, ২০২৩ সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোট সদস্যদের ২ দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, অসীম কুমার মৃধা, চেয়ারম্যান, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা ন্যায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু তারা পুরুষের সমান কাজ করেন। আপনাদের দাবির প্রেক্ষিতে সকলে একতাবদ্ধ হয়ে অধিকার আদায়ে এগিয়ে যাবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করব।”বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেফালি বিবি, নির্বাহী পরিচালক, বনজীবী নারী উন্নয়ন সংগঠন। প্রশিক্ষণে সহায়তা করেন শওকৎ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স, প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন অসিত কুমার মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *