বিশেষ প্রতিবেদক
নোয়াখালী বিভাগ সহ ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষে গতকাল সোমবার বিকেল ৩ ঘটিকায় নোয়াখালী প্রতিদিন সম্পাদক মোঃ রফিকুল আনোয়ারের সভাপতিত্বে এবং গোলাম ছারওয়ার প্রেমেল এর সঞ্চালনায় নোয়াখালী জেলা সমিতির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ শাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ সামসুল ইসলাম, কোষাধক্ষ কেবিএম সহিদ উল্লাহ, বেগমগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল রহমান রাসেল, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক নেতা একেএম জাকির হোসেন জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার তারেক রায়হান, নোয়াখালী প্রতিদিন এর সহ-বার্তা সম্পাদক গোলাম ছারওয়ার রিপন, বিভাগ আন্দোলনের নেতা যুগ্ম আহবায়ক এম এইচ রহমান ফুহাদ, বিভাগ আন্দোলনের যুগ্ম আহবায়ক নাজিম খন্দকার, রিপন সালাউদ্দিন, সিদ্ধেশরী বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অশ্রু, মঈন উদ্দিন মঞ্জু , আরেফিন জুবায়ের, ইসমাইল গাজী, অফিনেতা রাসেল খান, ব্রাম ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অমল মজুমদার, আয়কর উকিল ওবায়দুল আল মামুন, মোরশেদ, কবিরহাট পৌরসভার কাউন্সিলর মোহন চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন হৃদয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নোয়াখালীর গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী নোয়াখালী বিভাগ বাস্তবায়ন। এই নোয়াখালীতে জন্ম হয়েছে দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। সরকারের অনেক গুরুত্বপূর্ণ স্থানে বসে এই জেলাকে ধন্য করেছেন। বর্তমানে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলকে ইকোনমিক জোন ঘোষনা ও সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। যা আরেকটি বাংলাদেশের সমান। একজন জেলা প্রশাসকের দ্বারা এত বড় এরিয়ার দায়িত্ব পালন সম্ভব হবে না। দেশের সামগ্রিক উন্নয়ন এবং অবকাঠামো বিনির্মাণের স্বার্থে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবী। সরকার নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অচিরেই সিদ্ধান্ত নিবে বলে বিশিষ্টজনের অভিমত। বর্তমান সরকার নোয়াখালীর কৃতি সন্তানদের অনেক গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে নোয়াখালীবাসীকে গর্বিত করেছে। তার পাশাপাশি এই ছোট দাবী নোয়াখালী বিভাগ ঘোষণা করে নোয়াখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়ন করবে। সভায় বক্তারা দেশের প্রশাসনিক, অর্থনৈতিকসহ সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জেলা নোয়াখালীর ভাষাবাসীদের নিয়ে পৃথক নোয়াখালী বিভাগ গঠন জোর দাবি জানান। সভায় বক্তারা বিভাগ গঠনের পাশাপাশি নোয়াখালীতে আন্তর্জাতিক বিমান বন্দর ও সমুদ্র বন্দর স্থাপন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, কোম্পানীগঞ্জ কবিরহাট উপকূলে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ ও মহিপাল চৌমুহনী সড়ক ৪ লেনে উন্নতকরন, লক্ষ্মীপুরে আধুনিক নৌ-বন্দর, ও রেল লাইন সংযোগ সড়ক দ্রুত স্থাপন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল কে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতকরণ, নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নোয়াখালী সরকারি কলেজ কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউট কে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও সরকারি ক্যাডেট কলেজ স্থাপন এবং লক্ষীপুরে নৌবন্দর ও ফেনী লক্ষীপুর রেল লাইন স্থাপনের দাবি উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *