জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে জোর পূর্বক ভূমি দখল, গভীরনলকূপ দখল, প্রতারনা করে অর্থ হাতিয়ে নেওয়াসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগে একই গ্রামে আফতাব উদ্দিনের ছেলে গাজিউল ইসলামের বিরুদ্ধে মানব বন্ধন করেছে ভূক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ এলাকাবাসী।
বুধবার বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তৃতা করেন, একই গ্রামের ভূক্তভোগী- জামাল
উদ্দিনের ছেলে হাফিজার রহমান , ফজলুল হক, পার্শ্ববর্তী বানিহারা গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম বেলাল ছাড়াও ঝামুটপুর গ্রামের জিয়াউল হক, মোস্তাফিজুর রহমানসহ এলাকাবাসী।
হাফিজার রহমান ও ফজলুল হক বলেন, এলাকার চিহ্নিত তদবিরকারক , ভূমি দস্যু ও প্রতারক গাজিউল ইসলাম ঢাকায় থেকে তদবির বানিজ্য ও প্রতারনা করে শূন্য থেকে এখন কোটি পতি। তিনি টাকা ও ক্ষমতার জোরে যা খুশি তা করে গেলেও তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলে না। এমন পরিস্থিতিতে গািিজউল আমাদের কোবালা সূত্রে ও খারিজ কর পুকুর তার সন্ত্রাসীদের জোর করে দখল করে ভরাট করছেন।
আমরা বাধা দিলে গাজিউলসহ তার চাচাত ভাই মাদক মামলায় সাজা প্রাপ্ত (সদ্যমুক্ত) জাহিদুল ইসলাম ও তাইফুলসহ তার ভাড়া করা সন্ত্রাসীরা প্রান নাশের ভয় দেখাচ্ছেন, এতে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। রফিকুল ইসলাম বেলাল বলেন, ‘গত ২০১৪ সালে দলিল মূলে আমার নামে থাকা গভীর নলকুপটির ৫০% অংশ গাজিউলের কাছে বিক্রি করি। কিন্তু বর্তমানে সে জোর করে গভীর নলকুপটির সম্পূর্ন মালিকানা দখল করে আমাকে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে।’
এ ছাড়া অন্যান্য বক্তারা বলেন, গাজিউল এখন চিহ্নিত তদবির কারক ও প্রতারক। চাকুরী দেবার নাম করে অর্থ আত্মসাত, তদবির বানিজ্য, চেক জালিয়াতিসহ তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ আছে। প্রতিবাদ করলে তিনি অজ্ঞাত উপর মহলের ভয় দেখান বলেও অভিযোগ বক্তারা।
এ অবস্থায় গাজিউলের বেপরোয়াা আচরন, ভয়-ভীতি ও দাপট থেকে নিরপত্তা চেয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত গাজিউলের সাথে মোবাইল ফোনে যোাগাযোগ করা হলে তিনি
অভিযোগ অস্বীকার করেন।