– নুরে আলম মুকতা

অভিভূত হবার মত একটি সংবাদ !

বিষয় সংশ্লিষ্ট হবার জন্য কিনা জানি না। এরকম সংবাদ চোখে পড়লে হৃদয় মোচড় দিয়ে ওঠে। শরীরে একধরনের শিহরণ আসে।
আসলে মানুষ হবার সার্থকতা কতটুকু তখন মনে করার তাগিদ অনুভব করি । নশ্বর এ পৃথিবীতে কি করার ছিল আমার আমি জানি না।
এতটুকু মনে করতে পারি আমার কিছুই করার হয় নি।
রিক্ত শূন্য হাতে চলে যেতে হবে , সাথে কি থাকবে তার হিসেবের জেরে কি হবে মহান দাতা দয়াময় আল্লাহ জানেন ।

চলুন বন্ধু নিজের বয়ান স্থগিত করে যে জন্যে লেখার আবেগ সংবরণ করতে পারলাম না তা বলা শুরু করি ,

একজন সারা ইসলাম!
মা আমাদের ঋণী করে দিলেন জীবনের মত । তিনি সমস্ত শরীর মরনোত্তর দান করে গিয়েছেন। তাঁর কর্নিয়া আর কিডনি নিয়ে ভালো থাকবেন চারজন মানুষ !
কি বিস্ময়কর দান !

সারা ইসলাম! মা তোমায় সালাম। তিনি জানতেন পৃথিবীতে তাঁর যাত্রা খুবই সংক্ষিপ্ত।

গত বৃুধবার ১৮.০১.২০২৩ তাঁকে মাত্র ২০ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চিকিৎসক গণ “ব্রেন-ডেথ” ঘোষণা করেন। তিনি টিউমার সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতিঃ সারা ইসলাম, বাবাঃ শহীদুল ইসলাম, মাতাঃ শবনম সুলতানা
একটি ছোট ভাই আছেন।

মাত্র দশ বছর বয়স থেকে সারা “টিউবারাস সিরোসিস ” নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন । তারপরও তিনি অগ্রণী গার্লস স্কুল থেকে এসএসসি আর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি অব অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (ইউডা) ফাইন আর্টস এর প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
সারা একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন।

লড়াকু মা বাংলাদেশের ইতিহাসে “ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের” প্রথম অঙ্গদাতা হিসাবে সারা ইসলামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বুধবার রাত সাড়ে দশটা থেকে বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত চিকিৎসক বৃন্দ মা সারার অঙ্গগুলো সংস্থাপন ও সংরক্ষণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চিকিৎসকদের শ্রদ্ধাপূর্ন সালাম।

সারা ইসলামের কিডনী পেয়ে ভালো আছেন শামীমা আহমেদ (৩৪)। কর্নিয়া পেয়ে পৃথিবীর আলো দেখছেন, সৃজন(৩০) ও ফেরদৌস রহমান (৫৬)
ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে আরেক নারীর দেহে অন্য কিডনিটিও প্রতিস্থাপিত হয়েছে।

The daily star জানুয়ারী২০ ২০২৩ এ প্রথম পাতায় লিখেছে,

” HUMANITY WAS ALL SHE BELIEVED IN ”

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় সংবাদের শিরোনাম ছিল,

” স্বর্ণাক্ষরে লেখা থাকবে সারা ইসলামের নাম ”

আমরা প্রার্থনা করি সারা ইসলামকে জান্নাতুল ফেরদৌসের পরম সম্মানিত বাসিন্দা হিসাবে পরম দয়াময় আল্লাহ কবুল করুন ,
আমীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *