ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে নবাগত ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত।
বুধবার রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রেস ক্লাবে এ মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, সার্কেল এএসপি আহম্মদ আলী, থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত, সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, প্রেস ক্লাবের সম্পাদক এমদুল হক মন্টু। এ সময় উপজেলায় কর্মরত সংবাদ কর্মী ও সোনাহাট ডিগ্রী কলেজের পক্ষে থেকে নবাগত এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারদ্বয়কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহঃ সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।