ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী নিবাসী মৃত মমতাজ তাং এর পুত্র ও ১নংচাড়াখালী ওয়ার্ড এর ইউপি সদস্য বহুল আলোচিত স্কুল শিক্ষার্থী ধর্ষন মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী বাবুল তালুকদার ওরফে বাবুলকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।রাজাপুর থানার মামলা নং,১৭ তারিখ ২৫/৯/১৮ ধারা নারী ও শিশু নির্যাতন ৯(১)৩০ সংশোধিত ২/৩০ মামলার তদন্ত অফিসার এস আই মোঃ হানিফ জানান- এজাহারভুক্ত ২ নং আসামী বাবুল তাং এলাকার আতংক মেম্বর, আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি, এস আই রৌফ খন্দকার,এ এস আই বদিউজ্জামান ও সংগীয় ফোর্স অভিযাণ চালিয়ে তাকে গ্রেফতার করেছি। অন্য আসামীরা পলাতক।মামলার বাদী আবুল কালাম ফরাজী এজাহারে উল্লেখ্য করেন -এ বছর ২৩ সেপ্টেম্বর দিনে দুপুরে ১২টায় উপজেলার চাড়াখালী গ্রামের মোঃ ফজলুল হক লেদুর মেয়ে ও পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্রী (১৪) কে রাস্তা থেকে ধরে নিয়ে আসামীরা পালাক্রমে অনিচ্ছার বিরুদ্ধে জোড় পুর্বক ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিমের দাদা আবুল কালাম ফরাজি বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে
বলে ওসি জানান। বাবুলের গ্রেফতারে এলাকাবাসী খুশী,তারা দৃস্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।