আতাউর রহমান বিপ্লবঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এডভোকেট বিপ্লব হাসান পলাশ ছাত্রলীগের রাজনীতিতে মেধাবী, দক্ষ, কর্মীবান্ধব হিসেবে দেশব্যাপী জনপ্রিয় একটি নাম।। হল ছাত্রলীগ থেকে শুরু বিশ্ববিদ্যালয়,কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন সম্পাদক পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী ছিলেন।।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক না হলেও নেতাকর্মীর প্রিয় পলাশ সংগঠনের হাল ছাড়েন নাই।। নেতাকর্মীদের একত্রিত করে সংগঠন কে শক্তিশালী করার কারনে পরবর্তীতে পলাশের হাতেগড়া কর্মীদের মধ্যে থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোন রেজানুল হক চৌধুরী শোভন।।
লোভ লালসাহীন, কর্মীবান্ধব পলাশ নিজের জন্য কিছু না করলেও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য যথেষ্ট করে যাচ্ছেন।। আইনপেশার পাশাপাশি জন্মভূমির উন্নয়নে কাজ করে যাচ্ছেন পলাশ।।
বাংলার মমতাময়ী মা, সফল রাষ্ট্র নায়ক ,জননেত্রী শেখ হাসিনার স্বপ্নময়, স্বপ্নিল, স্বপ্ন বাস্তবায়নে নিবেদিত পলাশ ইতিমধ্যে ছাত্রলীগ উপ আইন সম্পাদক, আওয়ামী আইন ছাত্রপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে দেশব্যাপী প্রতিষ্ঠিত করেছেন।
সদ্য আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটি সদস্য হিসেবে এডভোকেট বিপ্লব হাসান পলাশ মনোনীত হয়েছেন।। জন্মদিনে নানান শ্রেনী পেশার লাখো মানুষের ভালবাসায় প্রমাণ করেছে সফল পরিচ্ছন্ন একজন রাজনৈতিক হিসেবে।। শত যড়যন্ত্র রুখে রাজনীতির কালো মেঘ সরিয়ে আগামীতে
মেধা,দক্ষতা ও নেতাকর্মীর ভালবাসায় স্বপ্ন সফল ও পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ ।।