কুড়িগ্রাম প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পক্ষকাল ব্যাপি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দি বেস্ট মডেল একাডেমী সংগঠনের আয়োজনে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে খেলা শুরু হয়।
শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুড়িগ্রাম-৩আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
এসময় উপস্থিত ছিলেন, দি বেস্ট মডেল একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শায়খুল ইসলাম (নয়া), দি বেস্ট মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী মেডিকেল অফিসার শরীয়ত উল্লাহ , বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল নক আউট পদ্ধতিতে এই খেলায় অংশ গ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন