লালমনিরহাট প্রতিনিধি :
সুস্বাস্থ্য ও আত্মরক্ষায় কারাতে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কঠোর প্রশিক্ষণ সহজ যুদ্ধজয়, কারাতে শিখুন নিরাপদে থাকুন। এ শ্লোগান কে সামনে রেখে লালমনিরহাটে কারাতে খেলোয়ার তৈরী ও এর মাধ্যমে লালমনিরহাট জেলায় প্রতিভাবান কারাতে খেলোয়ার তৈরীর লক্ষ্যে,
কারাতে ফেডারেশন এর ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সদস্য, বাংলাদেশ সোতোকান কারাতে-দো কিউকাই (এসোসিয়েশন – হেড কোয়াটার জাপান)আবু আশকর সিদ্দিক পরশ গতো ২০২০ সালে লালমনিরহাট জেলায় সর্ব প্রথম কারাতে একাডেমি প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানটির প্রধান প্রশিক্ষক ও। তিনি। প্রতিষ্ঠার পড়ে থেকে তিনি, মেয়েদেরকে কম খরচে ও অসচ্ছলদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।এবিষয়ে, লালমনিহাট কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আবু আশকর সিদ্দিক পরশ বলেন,

প্রতিটা মানুষের জানার প্রয়োজন আছে কারাতে কি এবং এর উপকারিতা।এ জন্য আমি লালমনিরহাটে সর্বপ্রথম কারাতে একাডেমী প্রতিষ্ঠা করি। একাডেমি প্রতিষ্ঠার পড়ে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কারাতে প্রতিযোগীতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তুলি। এবং পরবর্তীতে ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২১ এ অংশগ্রহণ করে। এবং, বিভাগীয় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে ,রৌপ্য ও তাম্র পদক অর্জন করে লালমনিরহাট জেলার জন্য সুনাম বয়ে আনে।

তিনি আরো বলেন আমার একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ছাত্র ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে লালমনিরহাট জেলা সহ আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবেন। ।সে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *