ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
অনুর্ধ্ব ১৪ একাডেমি কাপে অংশগ্রহণ ও খেলোয়াড় পরিচিতির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর ২০২০) বিকেলে উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমির সভাপতি মিজানুর রহমান উল্লাস (উপকর কমিশনার, কর অঞ্চল-৮, ঢাকা) ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আবেদ আলী খন্দকার (প্রধান শিক্ষক, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়)।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সুরোত জামাল, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নোমি নোমান, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তোকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন, ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সাংবাদিক নুরনবী মিয়া, সদস্য মিজানুর রহমান আজাদী, প্রধান কোচ নিরব প্রমূখ।

উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন থেকে বেসরকারিভাবে পরিচালিত “ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী” ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায়, বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম এর আয়োজনে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এ দেশ সেরা ১২টি একাডেমীর মধ্যে রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হয়ে সরাসরি ঢাকায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তারই ধারাবাহিকতায় ৮ থেকে ১১ অক্টোবর জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই করে রংপুর বিভাগের ৫ টি উপজেলার ২৩ জন খেলোয়াড়কে নির্বাচিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *