মনিরুল ইসলাম
—————–
তেল মেরেই কাজ হয়
বস ও চলেন তেলে,
তাইতো সবাই ইচ্ছেমত
তেল মারেন একটু সুযোগ পেলে।।
.
তেলবাজি ও চলেরে ভাই
রাজনীতির ঐ হালে,
নেতা বাবু খুবই খুশি
তেল পেয়ে হাতে পায়ে গালে।।
.
তেলবাজরা নয়তো বোকা
খুবই চালাক আছে,
ইচ্ছেমত তেল মারে
যখন যাবে যার কাছে।।
.
তেল মেরেই বসের কাছে
আকাইম্মা হয়ে প্রিয়জন,
টেনশন নেই তার
অটো হয় প্রমোশন।।
.
অফিসপাড়া আদালতে তেলের ছড়াছড়ি,
তেলের জন্য যে যার ইচ্ছেমতো
খাচ্ছেন গড়াগড়ি।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন