মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
৩০ জুলাই রাজধানীর শান্তিনগরে শুভ উদ্বোধন হয়ে গেলো বর্তমান সময়ের জনপ্রিয় নারী উদ্যাক্তা বিউটি এক্সপার্ট ইভা বিউটি কর্নার এন্ড লাক্সারী পার্লার ।উক্ত বিউটি এক্সপার্ট কোহিনূর আক্তার ইভার কেক কেটে শুভ উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদ পাঠক,উপস্থাপিকা ও কবি ফারজানা করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন,মানহা গ্রুপের চেয়ারম্যান ড. মুহিব আহমেদ শাহিন,আরিয়ান ডট কমের সিইও সংগীত শিল্পী রবিন আহমেদ,ওয়েবের প্রেসিডেন্ট রূপা আহমেদসহ ওয়েব নারী নেতৃবৃন্দ ও বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া করেন কহিনূর আক্তার ইভা’র শ্রদ্ধেয় পিতা কেক কেটে শুভ কামনা করেন ।ইভা বিউটি কর্নার তার আপন মহিমায় এগিয়ে যাক,সফলতায় উজ্জীবিত হোক।