এ,কে,এম হাসানুজ্জামান – এশিয়ানবাংলা নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
৯ জানুয়ারি সোমবার বিকেলে ৬ নং চরশৌলমারী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দ্বারা ক্ষতিগ্রস্ত ঘুঘুমারী ও গেনদার আলগা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ভাঙ্গন কুলের মানুষের দুরবস্থার কথা শুনে উক্ত স্থানে একটি বান্ডাল দেওয়ার প্রতিশ্রুতি দেন, তৎসঙ্গে প্রায় দুই হাজার পরিবার যারা যারা আপাতত নদের তীরবর্তী সমতল ভূমিতে বসবাস করছে তাদের স্থায়ীকরণের জন্য, নদের তীর সংরক্ষণে ময়েজের চর হতে দক্ষিনে এক কিলোমিটার জিও ব্যাগ ফেলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নদীগর্ভে বিলীন হওয়া ঘুঘুমারি কমিউনিটি ক্লিনিক পুনঃস্থাপনের ও প্রতিশ্রুতি দেন তিনি। পরে তিনি ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ।