কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

১০ জানুয়ারি, ১৯৭২ সাল। বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অন্যন্য ঐতিহাসিক দিন। এই দিন ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের স্বাধীন স্বদেশ ভূমিতে ফিরে এসে তদানিন্তন রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, “যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা বর্বর বাহিনীর হাতে নিহত হয়েছেন, তাঁদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। লক্ষ মানুষের প্রাণ দানের পর আজ আমার দেশ স্বাধীন হয়েছে। আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন”।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে স্মরণ করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিক পরিবার ও কন্যা দায় গ্রস্ত পিতাকে মেয়ের বিবাহের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ২৯টি শ্রমিক পরিবারের মাঝে অনুদানের টাকা তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মজিদুল ইসলাম সর্দার, সভাপতি মোঃ হাসান আলী, কার্যকরী সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, মোঃ বাবুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বাবুল হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মেহেরুল ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আয়নাল হক, শ্রমিক কল্যাণ সম্পাদক শ্রী বিমল চন্দ্র ঘোষ, সড়ক সম্পাদক মজিদুল ইসলাম, মফিজুল ইসলাম, নুরুজ্জামান, সদস্য আয়নাল হক, আতিয়ার রহমান, লোকমান হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *