খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় গোয়ালডিহি ইউনিয়নে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে বালুবাহী ট্রাক্টরে করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়।
তারা হলেন, ছাতিয়ানগড় গ্রামের ভাদুসাপাড়ার আব্দুল জলিল (৫০), হাসিমপুর গ্রামের চকপাড়ার রেজাউল ইসলাম (৪০) এবং বড়ুয়া বেড়াকুঠি এলাকার বেলাল হোসেন (৩৫)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করা হয়। তবে আগামীতেও অবৈধভাবে বালু উত্তলন করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।