মো. সিরাজুল হক

মানুষের ক্ষতি করে যে মানুষ হয়েছে বড়,

কুড়িয়েছে অভিশাপ জীবন তার নড়বড়।

কাঁদিয়ে মানুষকে যে মানুখ গড়িল ঐশ^র্য,

নিমিয়ে পতিত হলো ধবংস অনিবার্য।

পৃথ্বি জুড়ে করুক যতই সে আস্ফালন,

বক্ষে তাহার বইছে ভীতির মহাভ’কম্পন।

অহংকারে স্ফীত হয়ে দেখাক যতই ভয়ংকর,

অন্তর তার দূরদূর কাঁপে কন্ঠে রুদ্ধশ^র।

ক্ষণজয়ী সজ্জা সে ঘটা করে বটে,

প্রকৃতির দর্পে তা অনিবার্য বিনষ্ট ঘটে।

আস্ফালন যাবে টুটে পাপির নিশিÍব পরাজয়,

দানবেরা বিলিন হবে মানুষের হবে জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *