ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি:

ছায়া ও প্রেরণা নাটক মঞ্চস্থ হওয়ার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো পাঁচবিবিতে ৩ দিনের নাট্য উৎসব। গত ২৪ মে বুধবার বিকেলে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর ও পাঁচবিবি থিয়েটারের ১যুগ পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশ দুই বাংলার নাট্যদল নিয়ে আয়োজিত হয় এই নাট্য উৎসব। গত ২৬ মে শুক্রবার রাতে পাঁচবিবি থিয়েটার কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি থিয়েটারের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সমাপনী দিনের শুভ উদ্বোধন করেন ও অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পু্রহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিস্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি প্রমূখ। মঞ্চে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এবং প্রেরণা নাটক মঞ্চস্থকারী ঢাকার পতাতিক নাট্য সংসদ ও ছায়া নাটক মঞ্চস্থকারী আতপুর উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ ভারতের জাগৃতি গোষ্টি অভিনয় শিল্পীদের উত্তরীয় পরিধান ও সম্মাননা স্মারক এবং পাচবিবির নাট্যাভিনেতা গুণীজন নওজেশ আলীকে উত্তরীয় পরিধান ও সম্মাননা স্মারক প্রদান করেন পাঁচবিবি থিয়েটারের সভাপতি ও প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *