কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় আবু সাইদ বাবু (৫৫) নামের এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুত্ব আহত হন।
নিহত ব্যবসায়ী লালমনিহাট সদর উপজেলার সাপটানা গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, নিহত আবু সাইদ বাবু ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানে দোকানে খোলা ও প্যাকেট চা-পাতা সরবরাহ করেন। মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে ইলেকট্রিক চার্জার বাইক যোগে বাড়ী ফিরছিলেন। পথে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ জানান, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মামা গোলাম রব্বানী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।