ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিএনসি২৪ এর বিশেষ প্রতিবেদক, দৈনিক জাতীয় অর্থনীতি, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেটবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে সভাপতি ও দৈনিক সন্ধাবানী পত্রিকার ব্যুরোচীফ মতিউর রহমানকে সাধারন সম্পাদক করে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ৪২ সদস্যবিশিস্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে আজ ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে। সাংবাদিক মশাহিদ আহমদের সভপতিত্বে ও সাংবাদিক আব্দুল কাইয়ুমের পরিচালনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক সরওয়ার আহমদ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা সাংবাদিক শ. ই. সরকার জবলু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনি: সহ-সভাপতি ই-নিউজ একাত্তর ডটকম প্রতিনিধি এহসান বিন মুজাহির, সহ-সভাপতি দৈনিক যুগান্তর জুড়ী প্রতিনিধি আব্দুর রব ও ক্রাইম নিউজ ডটকম জেলা প্রতিনিধি তাজুদুর রহমান, সহ-সাধারন সম্পাদক উত্তরাধিকার৭১নিউজ ডটকম প্রতিনিধি আব্দুল কাইয়ুম. অর্থ সম্পাদক দৈনিক দেশবাংলা ও দৈনিক মৌমাছিকন্ঠ প্রতিনিধি আব্দুল মুকিদ ইমরাজ, দপ্তর সম্পাদক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিতু তালুকদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবরপত্র ও ডেইলি ঢাকা নিউজ প্রতিনিধি এইচ এম আব্দুল বাছিত খান, সহ- সাংগঠনিক সম্পাদক আলোকিত সময় প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্প্,ি তথ্য ও প্রযুক্তি সম্পাদক বাংলানিউজ২৪ ডটকম প্রতিনিধি ও ফটোনিউজ বিডি ডটকম সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজকের সংবাদ প্রতিনিধি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক আওয়ার নিউজ বিডি ডটকম প্রতিনিধি মাহমুদ এইচ খান, সিনিয়র নির্বাহী সদস্য নিউজ অর্গান২৪ ডটকম ও দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি দুরুদ আহমদ, বিডিনিউজ৭১ ডটনেট প্রধান সম্পাদক ও দৈনিক কাজিরবাজার প্রতিনিধি আব্দুল হাকিম রাজ, নির্বাহী সদস্য নিউজ অর্গান২৪ ডটকম সহযোগী সম্পাদক এসএমবি ফারুকী এবং তালাশবার্তা ডটকম ও দৈনিক আমাদের কণ্ঠ প্রতিনিধি নাজমুন নাহার, সাধারণ সদস্য জুড়ী নিউজ ডটকম.বিডি সম্পাদক আল-আমিন, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, মিজানুর রহমান, দৈনিক নব দিগন্ত ডটকম প্রতিনিধি সৈয়দ ফয়েজ আলী, দৈনিক সন্ধাবাণী প্রতিনিধি সাইদুল ইসলাম, এমবি নিউজডটকম প্রতিনিধি গিয়াস আহমদ, অনাবিল ডটনেট প্রতিনিধি মঈনুল হক, নিউজ অর্গান২৪ ডটকম এর রফিকুল ইসলাম রেজা, নিউজ দেশবাংলা সম্পাদক সোহেল রানা সুমন, সোনালী কন্ঠ সম্পাদক মেরাজ আলী, সাপ্তাহিক সিলেট প্রান্ত প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসীম, সেলিম আহমদ, আপডেট ২৪ডটনেট প্রতিনিধি এহছানুল হক জাকারিয়া, টাইমটিউন২৪ ডটকম প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, আব্দুল আহাদ, সিলেট এক্সপ্রেস ডটকম প্রতিনিধি আব্দুস সামাদ, নিউজ২১ বিডি প্রতিনিধি জনি হায়দার, বর্তমান কন্ঠ প্রতিনিধি সৈয়দ মুন্তাছির রিমন, সিলেট নিউজ ওয়র্ল্ড প্রতিনিধি সৈয়দ রিয়াদ, বজ্রকণ্ঠ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি আব্দুর রহমান ইবনে আশরাফ (শাহিন), এসএনএন ২৪ ডটকম প্রতিনিধি মামুনুর রহমান চৌধূরী মসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি ও মৌলভীবাজার বার্তা পত্রিকার সহ-বার্তা সম্পাদক হারুনুর রশিদ ও ডেইলি ঢাকানিউজ ডটকম প্রতিনিধি এস এম মুত্তাকীন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন