মনজুরুল ইসলাম, এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সরকারি কলেজের (কুড়িগ্রাম) HSC-2013 ব্যাচের ছাত্র মোঃ আশরাফুল ইসলাম, পিতাঃ মোঃ আব্দুল আলিম, মাতাঃ মোছাঃ আছিয়া বেগম, গ্রামঃ সরকার পাড়া, ইউনিয়নঃ বেরুবাড়ি, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম, Chronic Myelogenous Leukemia রোগে আক্রান্ত।
আশরাফুল বর্তমানে ডিগ্রী শেষ বর্ষে অধ্যায়নরত। তার বাবা একজন রিক্সা চালক এবং সে তার বাবার এক মাত্র ছেলে। গত ২০১৮ সালের শেষের দিকে তার এ রোগ ধরা পড়ে। তারপর প্রায় দুই বছর থেকে তার পরিবার চিকিৎসা করিয়ে আসছে। বর্তমানে তার এই রোগ আরো জটিল আকার ধারণ করলে সে পুনরায় ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার তাকে পরামর্শ দেন এ রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে তাকে প্রতিনিয়ত প্রায় ৫ বছর ঔষধ খেতে হবে তবেই এ রোগ কিছুটা নিয়ন্ত্রণে আসবে এমনকি ভালো হয়ে যেতে পারে। আর তা না হলে এ রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
আশরাফুলের পরিবারের মতে প্রতিদিন প্রায় ৩৫০-৪০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে। যা তার রিক্সা চালক বাবার পক্ষে চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পরেছে। তার বাবা বলেন আশরাফুল আমার একমাত্র ছেলে আর সে আমার পরিবারের ভবিষ্যৎ কিন্তু এ মতাবস্থায় আমি বুঝতে পারছিনা কি হবে আর আমার পক্ষে রিক্সা চালিয়ে তার চিকিৎসার খরচ সাথে পরিবারের খরচ চালানো খুবই কষ্টকর।
তিনি আরও বলেন, যদি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসেন এবং সরকারীভাবে কোনো কোনো সাহায্য পেতাম তাহলে হয়ত আমার ছেলে সুস্থ হয়ে পড়াশুনা শেষ করে ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতে পারবে।
আশরাফুলের পিতা মোঃ আব্দুল আলিম সমাজের সকল বিত্তবান এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেন্ত্রী শেখ হাসিনা’র কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।
তার পিতা বলেন আশরাফুলকে বাঁচাতে সবার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আমার আশরাফুল আবার আমাদের মাঝে ফিরে আসবে।
আশরাফুলকে সাহায্য পাঠানোর জন্য –
মোবাইলঃ ০১৭৭৮৫২৪৪৮৯৭ (আশরাফুল)
বিকাশ নম্বরঃ ০১৭৪২০০৫২৮২
নগদঃ ০১৭৪২০০৫২৮২
রকেটঃ০১৭৪২০০৫২৮২
ডাচ বাংলা একাউন্ট নংঃ ১৬২১৫১০৪৯১৪৯৩