ফুলবাড়ী প্রতিনিধিঃ
ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গত ১৪ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৮.০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ৩নং ফুলবাড়ী ইউনিয়নের কুটি চন্দ্র খানা গ্রাম থেকে বগুড়া জেলার শেরপুরের মোঃ রঞ্জু (৩২) ও কুড়িগ্রাম মুন্সিপাড়ার মোঃ মনু মিয়া মজনু (৩৩) দ্বয়কে ০২ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য মোটরসাইকেল মেকার মজনু মিয়া দীর্ঘদিন ধরে ফেন্সিডিল সেবন ও পরিবহন করে আসছে। কুড়িগ্রাম শহরের ব্যস্ততম সড়কে উচ্চ গতিতে মোটরসাইকেল নিয়ে চলাফেরার কারনে সাধারণ মানুষ আতঙ্কিত থাকে। হর হামেশাই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। কুড়িগ্রাম শহরের সাহা ফিলিং স্টেশনের বিপরীত দিকে তার মোটরসাইকেলের গ্যারেজ। সেখানকার ব্যবসায়ী ও কুড়িগ্রাম শহরে মোটরসাইকেল নিয়ে চলাচল করেন এমন কয়েকজন জানান মজনু যখন রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করে তখন সাধারণ পথচারী ও বাইক চালকরা আতঙ্কে থাকেন।