সিনিয়র ষ্টাফ রিপোর্টার ঃ আজ কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানোন্নয়ন শীষএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার শরীফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ ফারুকুল ইসলাম ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক ও কবি নাজমুল হুদা পারভেজ, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র/ ছাত্রীরা উপস্থিত ছিলেন।