জীবন

‐–‐——————–কোহিনূর আক্তার

জীবন একটা কুকুরের গায়ে ছারপোকা ।

যেখানে কষ্ট

সেখানেই জীবনের উন্মাদে নষ্ট ।

যে ছেড়ে যায়

তাকেই বারেবার মনটা চায়।

যার জন্য জীবন দিলো সাগর পাড়ি

সেই করলো চুরি জীবন পারের তরী ।

জীবন কি জানো ?

জীবন একটা নির্লজ্জ অতৃপ্তি আত্মা

যাকে বারবার ফাঁসির রায় শোনানোর পরেও

বলে , তোমাকে ছাড়া আমি বড্ড অচল।

জীবন মায়ার নদী

স্বজন প্রীতির আঘাতে প্রকট খরায়

চৌচির হয়ে ফেটে যায় নদীর মৃত দেশ

তখনো হয় না জীবনের মায়া অনন্তকালেও শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *