কলমে-রাধা রানী বিশ্বাস
কাকের মনে আনন্দ তাই
ভাবছে বসে বসে,
রঙ মাখাবে লাল সাদা নীল
রঙ আনবে সে কিসে?
ময়ুর কে তাই বলল ডেকে
একটা পাখা দিবে?
দয়ার সাগর ময়ুর পাখি
বলল কেমনে নিবে?
লুচ্চা কাকে শুনেই দিল
মস্ত একটা টান,
ছিঁড়া পাখা লাগিয়ে গায়ে
জুড়ে দিলো গান।।