শ্রী স্বপন কুমার দাস

=============
ফুটপাথের ঐ নগ্নবস্ত্রের লোকটা
যাকে আমরা বলি বদ্ধ উন্মাদ পাগল,
ঝড় বৃষ্টি রোদ্দুর উপেক্ষা করে
পড়ে থাকে সদর রাস্তার ধারে
হিসেব রাখেনা সে, মাস বছর দিনের
এমন কি সব ঋতুই যেন,তার কাছে সমান।
সেই চেনা মুখ,চেনা রূপ,চেনা পাগল মন
বছরের পর বছর দেখে আসছি আমরা সবাই।
অম্বর তার মাথার ছাদ,
ধরণীকোল তার সুখের বিছানা।
রাগ অহংকার লোভ স্বার্থ মারামারি ঝগড়াঝাটি
কোনটাই তার অন্তর মধ্যে নেই,
সারাদিন এ দোকান সে দোকান ঘুরে,
যেটুকু পায় তাতেই তার পেট ভরে যায়
তাতেই সে সুখ শান্তিতে থাকে।
যখন আমরা সবাই উত্তপ্ত রোদ্দুর ভয়ে
দরজা বন্ধ করে ঘরের ভিতর থাকি,
সেই সময় ঐ বদ্ধ উন্মাদ পাগল লোকটা!
রাস্তার ধারের ট্যাপ কলটার জল
বোতল ভর্তি করে,রাস্তার ধারের
সকল শুকনো গাছের উপর জল ঢেলে
গাছগুলোকে বাঁচিয়ে রাখার,
আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
সবুজ শীতল সুজলা সুফলা বসুন্ধরা সৃজনে
সে যেন সদা ব্যস্ত, সেই প্রকৃত প্রকৃতি প্রেমিক।
অথচ আমাদের মতো মানুষেরা
তার উত্তম রূপটা না দেখতে পেয়ে,
তাকে সবাই বলে যাচ্ছি বদ্ধ উন্মাদ পাগল..!!
আমাদের মতো শিক্ষিত সমাজ তবে কি…??
এক এক জন স্বয়ংক্রিয় আস্ত এক একটা ছাগল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *