ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজা সহ ৬ মাদক মামলার আসামী আব্দুর রহিম ও আলমগীর হোসেন নামের তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার দেওয়ানের খামার গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রহিম (৬২) ও মৃত কুরবান আলীর ছেলে আলমগীর হোসেন (৩৭) কে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটক কৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। মামলা নং-১১।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গাঁজা সহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া রহিমের নামে ৬টি মাদক মামলা রযেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।