সোহাগ হোসেন,মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
চুরি প্রতিরোধে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এর ব্যতিক্রমী উদ্যোগ মধ্যরাতে টহল অভিযান অব্যাহত রয়েছে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেই বরাবরের মত তিনি টহল অভিযানে অংশ নেন। এরই ধারাবাহিকতায় সোমবার ( ২৬ জুলাই) মধ্যরাত থেকে রাত ২টা পর্যন্ত পৌরসভার বালিজুড়ী, গাবেরগ্রাম, জোনাইল বাজার ও উপজেলা চত্বরসহ বিভিন্ন অলি-গলি ও ঝুঁকিপূর্ণে এলাকায় টহল দেন। সেই সাথে কাউকে সন্দেহজনক মনে হলে জেরা করেন। তিনি মাদারগঞ্জ মডেল থানায় ( ওসি ) হিসেবে যোগদানের পর থেকেই চুরি প্রতিরোধে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে ( ওসি ) মোহাম্মদ মাহবুবুল হক বলেন,মাদারগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনমতেই অবনতি না হয় অন্যদিকে আমাদের জামালপুর জেলা পুলিশের অভিভাবক নাসির উদ্দিন আহম্মেদ স্যার তথা পুলিশের সুনাম রক্ষাতে আমরা সর্বদায় মাঠে আছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপ – পরিদর্শক ( এসআই) অনল কুমার দত্ত,( এএসআই) আমিনুল বাশার,সুমন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।