মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তেঘরিয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ’লীগ সাপাহার সদর ইউনিয়ন শাখার সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় স্বরস্বতীপুর একাদশ ও আকবরপুর একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে আকবরপুর একাদশ ৫-৩ গোলে জয়লাভ করে।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ সভাপতি হামিদুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সহ উপজেলা আ’লীগ ও ইউনিয়ন শাখা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন